সিলেটে পানির অভাবে ৫শ একর বােরাে ধানের ক্ষতি, ৩ হাজার একর অনাবাদি

শেয়ার করুন           সিলেটের ওসমানীনগরে নদী ও খালের পানি সেচ দিয়ে মৎস্য আহরণ করায় বাম্পার ফলনের পরও পানির অভাবে ৫শ একর বােরাে ধানের জমির তলা ফেটে ধান নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের। শুধু তাই নয় ধরে সংশ্লিষ্ট এলাকার জলাশয়গুলাে সেচ দিয়ে মাছ ধরার কারণে গত দুই বছর এলাকার ১৪টি গ্রামের বন ও হাওরের প্রায় ৩ হাজার একর বােরাে জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে।     আর এতে করে বর্গাচাষি সহ ছােট বড় কয়েক হাজার কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ কৃষি ও মৎস্য বিভাগ উদাসী বলে কৃষকদের অভিযােগ। … Continue reading সিলেটে পানির অভাবে ৫শ একর বােরাে ধানের ক্ষতি, ৩ হাজার একর অনাবাদি